এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান লিগের শীর্ষে উঠেছে আটালান্টা। আরেক ম্যাচে পারমাকে ৩-১ গোলে হারিয়েছে টেবিলের তিন নম্বর দল ইন্টার মিলান। ১৫তম রাউন্ডের ম্যাচে টেবিলের শীর্ষ দখলের মিশনে জায়ান্ট এসি মিলানকে আতিথ্য দেয় আটালান্টা। ম্যাচ শুরুর ১২ সেকেন্ডের মধ্যে আটালান্টার ডেরায় আক্রমণ চালান মিলান ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলেসিক।
ম্যাচের ১২ মিনিটে মিলান থেকে আটালান্টায় যোগ দেয়া মডিফিল্ডার চার্লস ডি কেটেলেইরের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে ১০ মিনিট পর সমতা আনে মিলান। রাফায়েল লিয়াও-এর ক্রস থেকে স্কোরশিটে নাম তোলেন আলভারো মোরাতা। কিন্তু এরপর থেকে ম্যাচে আধিত্য বিস্তার করে খেলেছে আটালান্টা। বেশ কিছু ভালো আক্রমণ করলেও সাফল্য আসে ৮৭ মিনিটে। কর্নার কিক থেকে পাওয়া বলে আটালান্টার জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড লুকম্যান। ২-১ গোলের জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আটালান্টা। দুই ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে নাপোলি, তবে এক ম্যাচ বেশি খেলেছে আটালান্টা।
টেবিলের শীর্ষ স্থান দখলের লড়াইয়ে থাকা ইন্টার মিলান রাতে মুখোমুখি হয়েছিল পারমার বিপক্ষে। ম্যাচের ৪০ মিনিটে ডি মার্কোর গোলে লিড নেয় ইন্টার। ৫৩ মিনিটে নিকোলাস বারেল্লার গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৬৬ মিনিটে তৃতীয় গোল পায় মিলান শহরের ক্লাবটি। এবার স্ট্রাইকার থুরাম নাম তোলের স্কোরশিটে।
৮১ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ইন্টার ডিফেন্ডার দারমিয়ান। পারমার আক্রমণ ঠেকাতে গিয়ে এমন লজ্জায় পড়েন রক্ষণভাগের এই খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত ঠিকই ৩-১ গোলে জয়ে নিয়ে মাঠে ছাড়ে ইন্টার। শীর্ষ দল আটালান্টার চেয়ে ১ ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট পেছনে থেকে টেবিলের তিন নম্বরে আছে দলটি।
/এনকে
Leave a reply