অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন রিজান হোসেন।
রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার কালাম সিদ্দিকি ও জাওয়াদ আবরার। সপ্তম ওভারের শুরুতেই মাত্র ১ রান করে ফেরেন কালাম। ২০ রান করে আউট হন আরেক ওপেনার জাওয়াদ। অধিনায়ক আজিজুল হাকিমও লম্বা করতে পারেননি ইনিংস। ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। তখন দলীয় স্কোর ছিল ৬৬।
এরপর ৬২ রানের পার্টনারশিপ গড়েন শিহাব জেমস ও রিজান হোসেন। এই জুটিতে দলীয় শতরান পার করে বাংলাদেশ। তবে শিহাবকে ৪০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মাহত্রে। ১২৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ পরের উইকেট হারায় ১৩২-এ। ১ রান করে দ্রুত ফেরেন ৬ নম্বরে নামা দেবাশীষ। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় হার্দিক রাজের বলে বোল্ড হন রিজান।
এরপর ফরিদ হাসানের ৩৯ রানের টেনেটুনে দুইশোর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশ। ৫ বল বাকি থাকতেই ১৯৮ রানে গুটিয়ে গেছে টাইগাররা। ভারতের পক্ষে বুদ্ধজিৎ গুহা, চেতন শার্মা, হার্দিক রাজ দুইটি করে উইকেট নিয়েছেন। এছাড়া, আয়ুস মহাত্রে, কেপি কার্তিকেয়া ও কিরন কোর্মলে একটি করে উইকেট নিয়েছেন।
/এনকে
Leave a reply