চলমান সংঘাতে বিরতি দিয়ে সিরিয়ার সাধারণ জনগনের সঙ্গে বিবাদ মেটানো উচিত ছিলো আসাদ প্রশাসনের। বাশার আল আসাদের পতনের পরিপ্রেক্ষিতে এমন বিবৃতি দিয়েছে তুরস্ক।
আজ রোববার (৮ ডিসেম্বর) দোহায় চলমান একটি সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন মন্তব্য করেন।
তিনি বলেন, গত তেরো বছর ধরে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছিলো সিরিয়ায়। আজ থেকে নতুনরূপে দেখা যাবে দেশটিকে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০১৬ সাল থেকে সিরিয়ায় চলমান সংঘাত কমানোয় যথাসাধ্য সহায়তা দিয়ে আসছে তুরস্ক। তবুও এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়নি বাশার আল আসাদ ও তার প্রশাসন। দীর্ঘ নিপীড়নের পর অবশেষে সিরিয়ার ভাগ্য নির্ধারণের ক্ষমতা পেলো দেশটির সাধারণ মানুষ।
এদিকে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বলেছে, ‘নতুন সিরিয়া’ হবে শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সব সিরীয় নাগরিকের মর্যাদা রক্ষা করা হবে।
/এএম
Leave a reply