‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন আসাদ’

|

আলেপ্পোতে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি ছেঁড়া পোস্টার। ছবি: রয়টার্স

শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে দেশত্যাগ করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন বাশার আল আসাদ। তবে আসাদের সিরিয়া ত্যাগে কোনো ভূমিকা নেই মস্কোর। এমনকি আসাদের বর্তমান অবস্থান নিয়েও কোনো মন্তব্য করেনি মস্কো।

বিবৃতিতে সিরিয়ায় চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রুশ প্রশাসন। সহিংসতা বন্ধে সকল পক্ষকে আহ্বান জানিয়েছে ক্রেমলিন। এরইমধ্যে সিরিয়ার সকল বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করেছে রুশ প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক ঘাটিগুলোতে।

প্রসঙ্গত, সিরিয়ায় প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আসাদ পরিবার। বাবা হাফেজ আল আসাদের কাছ থেকে ২০০০ সালে উত্তরাধিকারসূত্রে ক্ষমতা পেয়েছিলেন বাশার আল আসাদ। রোববার সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন প্রেসিডেন্ট আসাদ। এতে সিরিয়াতে আসাদ পরিবারের অর্ধশতকের রাজত্বের অবসান হলো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply