সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
গত ১৫ বছর শেখ হাসিনা যে অন্যায়, অবিচার ও লুটপাট বাংলাদেশের মাটিতে করেছে তাতে সহযোগিতা করেছে পার্শ্ববর্তী দেশ ভারত বলে মন্তব্য করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, এখন ভারতের গণমাধ্যমগুলো উঠেপড়ে লেগেছে কীভাবে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা যায়।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা তার শাসন আমলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। যার জন্য ছাত্রজনতার এই বিজয় মেনে নিতে কষ্ট হচ্ছে ভারতের। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দেবেন বলে তিনি জানান।
এ সময় বিএনপির এই নেতার সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এসআইএন
Leave a reply