উইন্ডিজকে ২৯৫ রানের টার্গেট টাইগারদের

|

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করে ভালো সংগ্রহ করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৯৪ রান। উইন্ডিজকে জিতলে হলে করতে হবে ২৯৬ রান। উইন্ডিজে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩০১ রান সেন্ট কিটসের ওয়ার্নার পার্কেই ২০১৮ সালে।

সেন্ট কিটসে ওপেন করতে নামে সৌম্য সরকার ও তানজিদ তামিম। গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে একাদশে সুযোগ পাওয়া সৌম্য ফেরেন মাত্র ১৯ রান করে। মাত্র ২ রান করে আউট হন লিটন দাস। তবে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে আলজারি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তানজিদ তামিম। আর ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে ৭৪ রানে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জাকের আলীকে নিয়ে বড় সংগ্রহ করেন মাহমুদউল্লাহ। দুজনে ষষ্ঠ উইকেটে ৯৬ রান যোগ করেন। মাহমুদউল্লাহর ৩টি করে চার–ছক্কায় ৪৩ বলে ফিফটি তুলে নেন। কিন্তু ২ রানের জন্য ফিফটি পাননি জাকের আলী। ৩টি করে চার–ছক্কায় ৪০ বলে ৪৮ রান করা জাকের শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন। আর তাতে বাংলাদেশ থামে ৬ উইকেটে ২৯৪ রানে। ৩ উইকেট নেন রোমারিও শেফার্ড।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply