ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। রোববার (৮ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ব্লুজরা।
ম্যাচের ১৭তম মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই বক্সের বাইরে থেকে জোরাল শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙিতে খেলতে থাকে। ম্যাচের ৫৯তম মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।
ম্যাচের ৭৩তম মিনিটে চেলসির এগিয়ে যাওয়া গোলেও জড়িয়ে পালমারের নাম। দারুণ ড্রিবলে দুজনের বাধা এড়িয়ে তার নেওয়া শট রক্ষণে বাধা পায়, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ১০ মিনিট পর আরেকটি পেনাল্টি পেয়ে এবার পানেনকা শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন পালমার। এবার বক্সে তিনিই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় চেলসি।
📈 @ChelseaFC move into solo second with a remarkable win against Spurs!
— Premier League (@premierleague) December 8, 2024
Meanwhile Arsenal were held to a draw against Fulham… pic.twitter.com/fCz8r2pZRx
সাত মিনিট যোগ করা সময়ে আক্রমণের ঝড় তুলে শেষের আগের মিনিটে কেবল ব্যবধান একটু কমাতে পারেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মিন।
এ নিয়ে চলতি মৌসুমে লিগে টানা চতুর্থ জয় পেল চেলসি। ১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল। ষষ্ঠ হারের পর ২০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে টটেনহ্যাম।
/এমএইচআর
Leave a reply