গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

|

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে শামিকুল ইসলাম সরকারকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেফতার শামিকুল ইসলাম লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ডিসেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তাকে ঢাকা থেকে পলাশবাড়ী আনা হচ্ছে। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে যান শামিকুল ইসলাম সরকারসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply