নির্বাচনের অপেক্ষায় জামায়াত

|

কিছু সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, নির্বাচনের জন্য অপেক্ষায় আছে জামায়াতে ইসলামী।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

বর্তমানে ভারত যা করছে, তা ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষণ নয় জানিয়ে জামায়াতে আমির বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ভারতের চলা উচিত। যাতে দু’দেশের সমতা ও সম্মান বজায় থাকে।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। চার মাসের মাথায় তাদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।

গত ১৫ বছর আওয়ামী লীগ জাতির ওপর তাণ্ডব চালিয়েছিল অভিযোগ করে জামায়াত আমির বলেন, তাদের প্রহসন থেকে কেউ রেহাই পায়নি। জামায়াতে ইসলামী কাউকে কষ্ট দেবে না। জামায়াতের কেউ চাঁদাবাজি-দুর্নীতির সাথে জড়িত নয় বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

নারীর পোশাকের ব্যাপারে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বললেন, মায়েদের সম্মান দেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply