ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

|

উইন্ডিজ পেসার জেইডেন সিলসের সুইংয়ের কাছে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১১ ওভার না যেতেই ৬৪ রানে ৪ উইকেট হারিয়েছে মিরাজ-লিটনরা।

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও আগে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা বিপর্যয়ে পড়েছে।

জেইডেন সিলসের সুইংয়ের কোনো উত্তর জানা ছিল না টাইগারদের ব্যাটারদের। তার কুশলী পেসে খেই হারিয়ে একে একে আউট হয়েছেন টপ অর্ডারের তিনজন– সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

একপ্রান্ত আগলে রাখা তানজিদ তামিমও এরপর ক্যাচ দিয়েছেন জাস্টিন গ্রিভসের বলে। আগের ম্যাচেও তিনি একইভাবে আউট হয়েছিলেন। তুলে মারতে গিয়ে পয়েন্টে রোস্টন চেজের সাতে ধরা পড়েন তিনি। তানজিদ ফেরেন ৩৩ বলে ৪৬ রান করে।

ইনিংস মেরামতে ব্যাট করছেন দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ১৬ ওভারে ৯১ রান।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় বাংলাদেশ। টাইগারদের একাদশে একটি পরিবর্তন এসেছে। ডানহাতি পেসার তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন হয়েছে একটি। ডানহাতি পেসার আলজারি জোসেফের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার মার্কিনো মিন্ডলি। এই ম্যাচ দিয়ে তার ওয়ানডে ডেব্যু হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply