সুদানে সামরিক বিমান হামলায় ১শ’ জনেরও বেশি মানুষ নিহত

|

সুদানে সামরিক বিমান হামলায় দেশটির পশ্চিম দারফুরের একটি শহরের বাজারে ১০০ জনেরও বেশি লোক নিহত ও আরো কয়েকশ লোক আহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির গণতন্ত্রপন্থী আইনজীবী দল এ কথা জানিয়েছে। জরুরী আইনজীবীদের দলটি জানায়, ‘শহরের সাপ্তাহিক বাজারের দিনে এ বিমান হামলা চালানো হয়। ওই সময়ে স্থানীয় বাসিন্দারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কেনাকাটা করতে বাজারে এসেছিল। এতে শতাধিক নিহত এবং নারী ও শিশুসহ কয়েকশ লোক আহত হয়েছে।’

গেল মে মাস থেকেই কাবকাবিয়া শহরটি বিদ্রোহী আধাসামরিক বাহিনী আরএসএফ-এর নিয়ন্ত্রণে। ধারণা করা হচ্ছে, বাহিনীটির সদস্যদের অবস্থান লক্ষ্য করেই চালানো হয়েছে এ হামলা। প্রায় দু’বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধ চলছে। যাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply