টানা ১৪ দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর মানবিজে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সিরিয়ান বাহিনী (এসডিএফ) ও তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুর্দি কমান্ডার মাজলোউম আবদি। তিনি জানান, বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে পৌঁছেছে বিবদমান পক্ষগুলো। যতদ্রুত সম্ভব অঞ্চলটি থেকে প্রত্যাহার করা হবে কুর্দি সেনাদের। রাজনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে চায় কুর্দি সরকার, এমনটাও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২৭ নভেম্বর থেকে সংঘাত শুরু হয় কুর্দি সেনা (এসডিএফ) ও তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহীদের। তবে গত তিন দিনে এর মাত্রা বাড়ে। এতে প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।
/এএম
Leave a reply