আগের সরকারের অনেক অসম চুক্তিতে ব্যয় হচ্ছে প্রচুর: রিজওয়ানা

|

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগের সরকারের সময়ে প্রচুর অসম চুক্তি হয়েছে। এসব অসম চুক্তির পেছনে সরকারকে প্রচুর ব্যয় বহন করতে হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় ‘বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই সমাধান করা কঠিন। তবে তা নিয়ে সরকার কাজ করছে বলে জানান পরিবেশ উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, জ্বালানি খাতে সংস্কার করছে বর্তমান সরকার। গেল সরকারের আমলে এই খাতে দুর্নীতির সুযোগ দেয়া হয়েছিল। এখন এসব বন্ধ করা হচ্ছে। আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে।

জ্বালানি খাতের মাষ্টারপ্লানও পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য সরকারের প্রস্তুতি আরও বাড়াতে হবে। আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারাও পুরোপুরি প্রস্তুত নয়। নবায়নযোগ্য জ্বালানির জন্যে জমির প্রয়োজন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যেতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply