দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভাসানীর অবদান স্মরণীয়: তারেক রহমান

|

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ। এ উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভাসানীর অবদান স্মরণীয়। বুধবার (১১ ডিসেম্বর) তিনি এই বাণী দেন।

তারেক রহমান বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী দেশে সকল স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন তিনি। দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা ভাসানীর অবদান নিঃসন্দেহে স্মরণীয়।

তিনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি (ভাসানী) আজীবন শোষিতের পক্ষ নিয়ে শোষকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্লান্তভাবে। তিনি নিপীড়িত-নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপসহীন নেতৃত্বের ভূমিকায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদেরকে চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা এবং উৎসাহ জোগাবে। তার দেখানো পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোনো কঠিন বাধাই পথ আটকাতে পারবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply