একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় ভেন্টিলেশনে।
শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে ক্যান্সারে ভোগা এই শিল্পী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, পাপিয়া সারোয়ারকে ঢাকার তেজগাঁওয়ের একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার দুই কন্যা জারা ও জিশান থাকেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। ইতোমধ্যে তাদের খবর দেয়া হয়েছে। তারা দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন শিল্পী পাপিয়া সারোয়ার। উন্নত চিকিৎসার জন্য গত বছর তাকে দিল্লিতেও নিয়ে যাওয়া হয়।
পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারত যান।
অসামান্য গায়কী দিয়ে ছয় দশকের বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন পাপিয়া সারোয়ার। মূলত কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী হলেও তিনি দেশজুড়ে খ্যাতি পান ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানটির মাধ্যমে।
/এএম
Leave a reply