বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেফতারে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) শহরটির কালিন্দি কুঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
যাচাইয়ের মধ্য দিয়ে শুরু হয় এ অভিযান। যা চলে উত্তম নগর, শাহীনবাগ ও জামিয়া নগরের কিছু এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির আটকের খবর পাওয়া যায়নি। নয়াদিল্লির হুঁশিয়ারি, যাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র থাকবে না, তাদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে।
দিল্লি পুলিশ বলেছে, তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে।
এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার এ নির্দেশের পরদিন থেকেই শুরু হয় অভিযান। বলা হচ্ছে, আগামী দুই মাস ধরে চলতে পারে বিশেষ এই অভিযান।
/এএম
Leave a reply