স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান (২৬)। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। নিহত শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টা ১৫মিনিটে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের মাথা থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে পাঁচজন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৬টায়। তৎক্ষণাৎ মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে উদ্ধারের জন্য ডাকে তারা।
এরপর সকাল আটটার দিকে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারাও মরদেহ উদ্ধার করতে অপারগতা প্রকাশ করে। এরপর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের মধ্যে মরদেহ উদ্ধার নিয়ে লেগে যায় রশি টানাটানি।
পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত এই কর্মকর্তা।
/এমএইচ
Leave a reply