হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে টাইগাররা

|

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

উইন্ডিজদের বিপক্ষে টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে ওয়ানডে সিরিজ শুরু করে টাইগাররা। প্রথম ম্যাচে হেরে সিরিজে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়ায় মেহেদী মিরাজের দল। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচার লড়াই।

সম্প্রতি লাল-সবুজদের সামনে মূল চিন্তা, টপ অর্ডারের ব্যর্থতা। তাই জরুরি হয়ে দাঁড়িয়েছে সৌম্য, তামিম, লিটনদের রান পাওয়া। তবে লোয়ার মিডল অর্ডার আর টেল এন্ডার থেকে আরও বেশি রান আশা করছে টিম ম্যানেজমেন্ট।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply