ফ্রান্সে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারীদের সাথে আবারো সংঘর্ষ হয়েছে পুলিশের। শনিবারের ঘটনায় প্যারিসে পুলিশসহ আহত হয়েছে শতাধিক।
তিন সপ্তাহ ধরে চলা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে যোগ দিতে গতকাল প্যারিসের রাস্তায় জড়ো হয় বিক্ষোভকারীরা। শ্য এলিসি অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগুতে থাকে তারা। ব্যারিকেড ভেঙে এগুতে গেলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় টিয়ার গ্যাস ও জলকামান। জবাবে ইট-পাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭০ জনকে আটক করা হয়েছে। জ্বালানি কর প্রত্যাহার করা হবে না- সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের এমন ঘোষণায় আবারো বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা।
Leave a reply