মিরাজের ঘূর্ণিতে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

|

বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে স্পিন ঘূর্ণিতে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ফলোঅনে পড়েছে উইন্ডিজ। মেহেদী মিরাজের ক্যারিয়ার সেরা ৭ উইকেট শিকারে মাত্র ১১১ রানে অলআউট হয়েছে সফররতরা। যা কিনা বাংলাদেশের বিপক্ষে টেস্টে উইন্ডিজের সর্বনিম্ন সংগ্রহ।

মিরপুরের হোম অব ক্রিকেটে আগের দিন ৫ উইকেটে ৭৫ রানের সংগ্রহ সমৃদ্ধ করতে তৃতীয় দিনের শুরু করেন শিমরন হিটমায়ার আর শেন ডরউইচ। দিনের শুরুতেই শিমরন হিটমায়ারকে নিজের চতুর্থ শিকারে পরিণত করেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস সেরা ৩৯ রান করেন হিটমায়ার। অতিথিদের স্কোর তখন ৮৬। ছোট্ট বিরতিতে দেবেন্দ্র বিশুকে সাদমান অনিকের ক্যাচে পরিণত করেন মিরাজ। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন মিরাজ। দলীয় ৯১ রানে মিরাজের ষষ্ঠ শিকার ছিলেন কেমাররোচ। আর ৩৭ করা শেন ডরউইচকে নিজের সপ্তম উইকেট বানান মিরাজ। শেরমন লুইসকে নিজের তৃতীয় শিকার বানিয়ে ১১১ রানে উইন্ডিজের ইনিংস থামিয়ে দেন সাকিব আল হাসান। এ্র আগে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০৮ রান তুলে টাইগাররা। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্টিভ রোডসের শিষ্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply