পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে আটক ৪০

|

ফাইল ছবি

সিরিয়া বা গাজায় শুধু নয়, পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি বর্বরতা। ফিলিস্তিনিদের বাড়িঘরে চালানো হচ্ছে তল্লাশি। উপযুক্ত কোনো কারণ ছাড়াই উৎখাত করা হচ্ছে নিজ বাড়ি থেকে। অভিযানে অন্তত ৪০ জনের আটকের খবর দিয়েছে বার্তাসংস্থা ওয়াফা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বলাতা শরণার্থী শিবিরে ‘হামাস যোদ্ধা’ আখ্যা দিয়ে এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। একই অভিযোগে কালকিলিয়াতেও একজনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সেনারা। তবে স্থানীয়রা বলছেন, নিহতদের কেউই হামাসের সঙ্গে সম্পৃক্ত ছিল না।

এদিকে, সেনাদের পাশাপাশি ইসরায়েলিদের অত্যাচারও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দখলদাররা আগুন ধরিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘরে, জঞ্জাল দিয়ে বন্ধ করে রাখছে খাবার পানির কূপগুলো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply