মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। মুক্তির পর সিনেমা হলে যে সুনামি উঠবে তা অনুমেয়ই ছিল। বক্স অফিসেও দেখা গেল সেই দৃশ্য। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ৮ দিনেই বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে হাজার কোটি টাকার মাইলফলক!
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মুক্তির অষ্টম দিনে এসে ‘পুষ্পা ২’-এর সর্বমোট আয় দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৭২৬ কোটি ২৫ লাখ। যা বাংলাদেশি টাকায় এক হাজার সাতাশ কোটির বেশি।
এরমধ্যে তেলেগু ভার্সন থেকে আয় হয়েছে তিনশ বিয়াল্লিশ কোটি ষোল লাখ টাকার বেশি। হিন্দি ভাষার পুষ্পা-২ থেকে আয় হয়েছে প্রায় ছয়শ তিন কোটি তেতাল্লিশ লাখ। তামিল ও মালায়লাম থেকে আয় হয়েছে যথাক্রমে ৫৭ কোটি এবং ষোল কোটি টাকার বেশি। আর কন্নড় ভাষায় ছবিটি আয় করেছে সাত কোটি ছাপ্পান্ন লাখ টাকা।
২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই হাজার কোটি আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।
এদিকে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা-২’ সিনেমার প্রদর্শনীর সময় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে।
জানা গেছে, গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে। নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী সন্তান শ্রীতেজ। ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় নিহত নারীর পরিবার নায়কের নামে থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে আল্লু অর্জুনকে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাত সাড়ে নয়টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। ফলে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা সম্ভব হয়নি।
/এমএইচ/এমএন
Leave a reply