হোয়াইটওয়ামের মিশনে সফররত উইন্ডিজকে চেপে ধরেছে টাইগাররা। ফলোআনে পড়ে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমেও বিপাকে অতিথিরা। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৩৩ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ১১১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা।
মিরপুরের হোম অব ক্রিকেটে আগের দিন ৫ উইকেটে ৭৫ রানের সংগ্রহ সমৃদ্ধ করতে তৃতীয় দিনের শুরু করে উইন্ডিজ। দিনের শুরুতেই শিমরন হিটমায়ারকে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি হাসান মিরাজ। ইনিংস সেরা ৩৯ রান করেন হিটমায়ার। অতিথিদের স্কোর তখন ৮৬। ছোট্ট বিরতিতে দেবেন্দ্র বিশু-কেমাররোচ আর ৩৭ করা শেন ডরউইচকে তুলে নেন মিরাজ। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেলেন এই অফস্পিনার। ১১১ রানে উইন্ডিজের প্রথম ইনিংস। টেস্টে যা বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়দের সর্বনিম্ন দলীয় স্কোর। মিরাজ ৭ আর সাকিব নেন ৩ উইকেট। ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমে টাইগার স্পিনারদের ভেল্কিতে ২৯ রানেই ক্রেইগ ব্রাথওয়েট, কাইরন পাওয়েল, আমব্রিস আর রস্টন চেইসকে হারায় অতিথিরা। এ্রর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ১৩৬ রানের ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০৮ রান তুলে টাইগাররা।
Leave a reply