দু’বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার সাজা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগ।
গতকাল যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। পরে এ বিষয়টি নিয়ে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি একক বেঞ্চ যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করেন। এই আদেশের পর তার আইনজীবী জানিয়েছিলেন, দণ্ড স্থগিত হওয়ায় সাবিরার নির্বাচনে অংশ নেওয়ার বাধা দূর হয়েছে। কিন্তু আজ আপিল বিভাগের আদেশের ফলে সাবিরার নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না।
Leave a reply