জাতীয় দিবসগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান ঢাবি ভিসির

|

জাতীয় দিবসগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। ছাত্র-জনতার অভ্যুত্থান বুঝতে একাত্তর ও নব্বইকে বোঝার প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

নিয়াজ আহমেদ বলেন, রক্তের ঋণ পরিশোধের অংশ হিসেবেই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করা প্রয়োজন। বুদ্ধিজীবীদের ত্যাগের ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে পৌছে দেয়া বর্তমান প্রজন্মেরই দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় জীবনের প্রতিটি অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে বলে উল্লেখ করেন নিয়াজ আহমদ। জানান, একক প্রতিষ্ঠান হিসেবে জাতির প্রতিটি বিষয়ে কোনো প্রতিষ্ঠানের এমন অবদান রাখার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply