প্রশাসনে দলীয় পরিচয়ে নয়, পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার (১৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাবনা জমা দেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।
প্রতিবেদনে তিন মেয়াদে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব তুলে ধরে বিএনপি। এতে গত ১৫ বছরে বঞ্চিতদের পদায়ন, প্রশাসনিক সিন্ডিকেট ভেঙে দেয়া, প্রশাসনে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ বেশকয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি গত তিনটি নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়।
এতে আরও বলা হয়, নির্বাচনকালীন সরকার প্রশাসনে দক্ষ জনবল তৈরি ও ক্ষমতা বিকেন্দ্রীকরণে কাজ করবে। এছাড়া, দীর্ঘমেয়াদে মেধাবী তরুণ ও বিশেষজ্ঞদের রাষ্ট্র গঠনে সম্পৃক্ত করা, পিএসসির পদ্ধতিগত সংস্কার, ক্যারিয়ার প্রশিক্ষণ ও পদোন্নতি, বাধ্যতামূলক ফিল্ড ওরিয়েণ্টশেনের ব্যবস্থা করবে।
এরপর সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। তিনি বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার জন্য কমিটি গঠন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুইধাপে এই ভাতা নির্ধারণ করা হবে। পেনশন ভোগীরাও এই সুযোগ পাবেন বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply