গ্রীসের দক্ষিণাঞ্চলীয় গাভদোশ দ্বীপের কাছে নৌকাডুবিতে অন্তত ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৪০ জন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভূমধ্যসাগরে ডুবে যায় তাদের বহনকারী কাঠের নৌকাটি। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে গ্রীক কোস্টগার্ড ও নৌ বাহিনী। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে। উদ্ধারকৃতদের অধিকাংশই পাকিস্তানি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবারও (১৪ ডিসেম্বর) ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী আরও দুটি নৌকা থেকে উদ্ধার করা হয় ১৩৫ অভিবাসনপ্রত্যাশীকে।
/এএম
Leave a reply