চীনে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

|

তথ্য প্রযুক্তিতে ক্ষেত্রে তরুণ প্রতিভাদের আগ্রহী করার লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে পাঠ্যক্রমের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান জানিয়েছে চীন সরকার। রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, “ভবিষ্যতে চীনের উদ্ভাবনী প্রতিভার চাহিদা পূরণের জন্য এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা উন্নত করার নির্দেশ দিচ্ছে’।

বেইজিং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্ব প্রথম হবার হওয়ার পরিকল্পনা প্রকাশের এক বছর পর, ২০১৮ সাল থেকে ৫০০ টিরও বেশি চীনা বিশ্ববিদ্যালয় এবং কলেজ কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply