সাবেক এমপি এস এম আকরাম আর নেই

|

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও উত্তরা ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আকরাম (৮৫) আর নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক এই এমপির মৃত্যুতে তার ভাতিজা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এস. এম আখরমের প্রথম জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার সকালে ১০ টায় নারায়ণগঞ্জের থানারপুকুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় জানাজা জোহর নামাজের পর নারায়ণগঞ্জের আলিনগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে পরাজিত হন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply