জামালপুরে আ. লীগের মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরে আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের মিছিল অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে ইসলামপুরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলার গোয়ালের চরের সভার চরে মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে, খবর জেলা জুড়ে ছড়িয়ে পড়লে শুরু হয় উত্তেজনা। প্রতিবাদে রাতে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ কর্মসূচীতে নেতাকর্মীরা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও প্রকাশ্যে মিছিলে অংশ নেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তারা। তাই অতি দ্রুত এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য সচিব সৌরভ আবিদ বলেন, শুধু ইসলামপুরেই নয়। জামালপুর শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের লোকজন দেয়ালে লোগো একেছে। এ বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আমাদের দাবি মানা না হলে আমরা আগামীকালকে বড় আন্দোলনে নামবো।

জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে। যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। আর যারা মিছিল করেছে সবাইকে আজকের মধ্যে ধরে ফেলা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply