ক্রিকেটে ‘ডাবল হ্যাটট্রিক’ করেও আর্জেন্টিনাকে জেতাতে পারলেন না ফেনেল

|

ফুটবল বিশ্বের এক নামে পরিচিত আর্জেটিনা এবার ক্রিকেটে ভিন্ন এক রেকর্ড গড়েছে দেশটির এক ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা ৪ বলে উইকেট নিয়ে ‘ডাবল হ্যাটট্রিক’ করেছেন আর্জেন্টিনার হেরনান ফেনেল। কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী এই পেসার। তবে তার এমন র্কীতিতেও দল হেরেছে ২২ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সাব–রিজিয়নাল আমেরিকান অঞ্চলের ম্যাচে ফেনেল এই কীর্তি গড়েছেন। রোববার কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নেন ফেনেল। ম্যাচে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৫ উইকেট নিলেও ফেনেলের দল হেরেছে ২২ রানে। রান তাড়ায় দল অলআউট হয়েছে ৯৪ রানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে টানা ৪ বলে উইকেট পেলেন এই পেসার। এর আগে এই কীর্তি গড়েছেন রশিদ খান, লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফার, জেসন হোল্ডার ও ওয়াসিম ইয়াকুবুর।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply