কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় এগারো ভারতীয়র মৃতদেহ মিললো জর্জিয়ার স্কি রিসোর্টে

|

জর্জিয়ার একটি স্কি রিসোর্টে ১২ জন ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির বৃহত্তম স্কি রিসোর্ট গুদাউরিতে একটি ভারতীয় রেস্তোরাঁর ওপরে দ্বিতীয় তলার মরদেহগুলো পাওয়া যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে বিল্ডিংটিতে তাদের মৃতদেহ পাওয়া গেছে, সেখানে ১২জনের সবাই কাজ করত। তিবিলিসিতে ভারতীয় দূতাবাস বলেছে যে শোকাহত পরিবারগুলোকে সকল সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে ভারতীয় নাগরিকের মৃতদেহ প্রত্যাবাসনের জন্য কাজ করছে দূতাবাসটি।

প্রাথমিক পরীক্ষায় মৃতদেহের ওপর কোনো সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, একটি পাওয়ার জেনারেটর বাড়ির ভিতরে বেডরুমের কাছে স্থাপন করা হয়েছিলো এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পরে চালু করা হয়। তবে এরপর কীভাবে কার্বন মনক্সাইড বিষক্রিয়া শুরু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply