১২০ বলের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। এরমধ্যে ৫৬টি বল অর্থাৎ ৯টি ওভারই ডট। বাকি ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২৯ রান। আগে ব্যাটিং করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্য দিয়েছে ১৩০ রানের।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের করুন দশা।
টাইগার ব্যাটাররা একের পর এক সাজঘরে ফিরছেন। যার কারণে মাত্র ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। খেলার এক সময় ১০০ এর আগেই অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে ভক্তদের মনে।
তবে শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশকে এনে দেন লড়াইয়ের পুঁজি। দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ ও জাকের আলি অনিক করেন ২১ রান। তবে স্টাম্পিং হয়ে ফেরেন ২ রান করা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
/এআই
Leave a reply