চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১০ আসামিকে বিস্ফোরক আইনের আরেক মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
আসামিরা হলেন– চন্দন দাস, রুমিত দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস, নয়ন দাস, গগন দাস, দুর্লভ দাস, সুমিত দাস ও মনু দাস।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর আইনজীবীদের ওপর হামলা, মারধর, আদালত প্রাঙ্গণে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় পাঁচশ জনের বিরুদ্ধে নিহত আইনজীবী আলিফের ভাই জানে আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
এছাড়া, ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন আলিফের বাবা। এছাড়া, পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে তার অনুসারীরা।
একপর্যায়ে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
/এএম
Leave a reply