ইসরায়েলি হামলায় ধূলিসাৎ যমজ ২ বোনের পিএইচডির স্বপ্ন

|

কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পিএইচডি করার জন্য মর্যাদাপূর্ণ বৃত্তি পাওয়া যমজ বোন ডালিয়া গাজি ইবাইদ এবং স্যালি গাজি ইবাইদ। তাদের স্বপ্ন ছিলো কানাডায় পিএইচডি শেষ করে ভালো ইঞ্জিনিয়ার হবেন। তবে, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেলো। গত ৫ ডিসেম্বর গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই বোনই। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত দুই বোনর মৃত্যুর খবর সত্য বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে যে

বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে “সিস্টেম ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য ওয়াটারলুতে চান্স পাওয়া যমজ বোনদের মৃত্যুর খবর জানাতে পেরে গভীরভাবে দুঃখিত। তারা দু’বোনই ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ স্টুডেন্ট রিলিফ ফেলোশিপ (এসআরএফ) পেয়েছিলেন।”

‘ডালিয়া এবং স্যালিকে তাদের অসাধারণ একাডেমিক কৃতিত্ব এবং গবেষণার ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে,’ বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টি বোনদের বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত একটি নোটও শেয়ার করেছে যেখানে বলা হয়েছে যে তারা কানাডায় পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছে জেনে তারা ভীষণ আগ্রহী ছিলো। দুর্ভাগ্যবশত, তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পায়নি। আমাদের মেয়েদের যত্ন নেয়ার এবং সাহায্য করার জন্য আপনাকে (বিশ্ববিদ্যালয়) ধন্যবাদ।”

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply