পঞ্চগড় সীমান্ত থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

|

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের সদরের সীমান্ত এলাকা থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমানতরক্ষী বাহিনী বিএসএফ।বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক কিশোর ওয়াসিমের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম। তিনি বলেন, বুধবার বিকেলে কয়েকজন কিশোর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। বাকিরা দেশে ফিরতে সক্ষম হলেও ধরা পড়ে ওয়াসিম।

এদিকে, তাকে দেশে ফেরাতে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply