শেষ আটের অপর ম্যাচে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের শেষ চারের টিকিট কেটেছে লিভারপুল। ডারউইন নুনেজ ও হারভে ইলিয়টের গোলে এই জয় পায় ‘দ্য রেডস’।
কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে খেলতে নামে দারুণ ছন্দে থাকা লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৪ মিনিটে দলকে লিড এনে দেন ডারউইন নুনেজ। ৩২ মিনিটে লিড দ্বিগুন করেন হারভে এলিয়ট।
বিরতির পর ক্যামেরন আর্চার ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেননি। ফলে আর্সেনাল, নিউক্যাসলের পাশাপাশি তৃতীয় দল হিসেবে লিগ কাপের সেমিফাইনালে পা রাখে আর্না স্লটের শিষ্যরা।
এবারের মৌসুমে দারুণ সময় কাটছে লিভারপুলের। কোচ হিসেবে আর্না স্লট দায়িত্ব নেয়ার পর থেকেই দুরন্ত ফর্মে তারা। লিগে যথারীতি শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগেও পয়েন্ট টেবিলে সবার ওপরে ম্যাক অ্যালিস্টাররা।
/এএম
Leave a reply