ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পুলিশের সাবেক ৫ কর্মকর্তাকে

|

গত জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে আসা হয়।

এর আগে, সকাল পৌনে দশটার দিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সব মিলিয়ে আজ ছয়জন সাবেক পুলিশ কর্মকর্তা ও একজন সংস্থার মহাপরিচালকসহ মোট সাত জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তা হলেন- ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাতজনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে গত ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অধিকতর তদন্তের জন্য সময় চাইলে আদালত ১ মাসের সময় দিয়ে আজ ১৯ ডিসেম্বর শুনানির দিন ঠিক করেন। আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply