সিলেট ব্যুরো:
আদালতে তোলার সময় জনরোষের শিকার হয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু।
পুলিশি প্রহরা থাকলেও সেটি উপেক্ষা করে সাধারণ জনগণ নুরুকে লাথি-কিল-ঘুষি দেন। এতে গুরুতর আহত হন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার আমির হোসেন নুরুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় সিলেটের আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মীরেরময়দান বাংলাদেশ বেতার কেন্দ্রের সামনের সড়ক থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেফতার করে।
/এনকে
Leave a reply