জাকেরের ব্যাটে আগুন! চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের 

|

জাকের আলীর আগুন ঝরানো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। প্রথম ১৯ বলে ১৮ রান করা জাকের শেষ ২২ বলে ৫টি ছক্কা আর তিন চারের সাহায্যে করেন ৫৪ রান।

ইনিংসের শেষ দিকে তার ব্যাটিং তাণ্ডব আর ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ দল।

আলজারি জোসেফের করা ইনিংসের শেষ ওভারটিতে তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ বলে বিশাল ছক্কা মেরেছেন জাকের। শেষ ওভারে তুলেছেন মূল্যবান ২৫ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নেয়া জাকের শেষ পর্যন্ত ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন।

আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। বিনা উইকেটে স্কোর বোর্ডে ৪০ রান যোগ করে টাইগাররা। ১৩ বলে ১৪ রান করা লিটন দাস রোমারিও শেফার্ডের পেসে পরাস্ত হলে ৪৪ রানে প্রথম উইকেট হারায় অতিথিরা। চোট পাওয়া সৌম্য সরকারের জায়গায় খেলতে নামা পারভেজ হোসেন ইমন দারুণ শুরু পান। তিনি ২১ বলে ৩৯ রান করে ফেরেন আলরাজি জোসেফের বলে। এরপর তানজিদ হাসান তামিম ৯ রান, মেহেদী হাসান মিরাজ ২৯ করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। জাকেরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন মারকুটে শামীম হোসেনও।

এরপর তানজিম হাসান সাকিবকে (১২ বলে ১৭) সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জাকের। বাকি কাজ নিজেই সারেন এই উইকেটরক্ষক-ব্যাটার। শেষ ৫ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে জাকের একাই তুলেছেন ২৩ বলে ৫৪! ধারাভাষ্যকারেরা তার ব্যাটিং প্রদর্শনী দেখে বলছিলেন– ‘অ্যা সুপারস্টার ইন মেকিং!’

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বস্তিতে নেই উইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভার শেষে ক্যারিবীয়রা তুলেছে ১ উইকেটে ৫। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দ্বিতীয় বলেই ব্র্যান্ডন কিংকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। সিরিজে এ নিয়ে তাকে তৃতীয়বার আউট করলেন এই পেসার!

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply