দুর্নীতির তদন্তে নাম জড়ালো টিউলিপ সিদ্দিকের

|

বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে প্রায় ৫৯ হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ তদন্তে শেখ পরিবারের অন্য সদস্যদের সাথে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরও। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত উঠে এসেছে টিউলিপ সিদ্দিকের নাম। তিনি (টিউলিপ সিদ্দিক) ব্রিটিশ লেবার মন্ত্রিসভার সদস্য। বর্তমানে তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। মূলত, তার কাজ হচ্ছে যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই।

অভিযোগ রয়েছে, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিলো।

মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, এগুলো পুরোপুরি মিথ্যা অভিযোগ। অভিযোগগুলোকে ‘সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করে সূত্রটি। মূলত, টিউলিপ সিদ্দিকের খালার ক্ষতি সাধনের জন্য করা হয়েছে। অনুসন্ধানের জন্য এখনো টিউলিপের সাথে কমিশনের যোগাযোগ হয়নি দাবি বিবিসি’র।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply