দশ বছর আগে হারিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমানের খোঁজে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়ার সরকার। ২০১৪ সালের মার্চে রহস্যজনকভাবে হারিয়ে যায় ওই বিমানটি। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে গায়েব হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ‘এমএইচ-৩৭০’ নামের ফ্লাইট। এটি অদৃশ্য হওয়ার ১০ বছর পার হলেও এখনও হারিয়ে যাওয়ার রহস্যে উন্মোচন করা যায়নি।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছে মন্ত্রীরা। এর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা ওশান ইনফিনিটির সঙ্গে ৭০ মিলিয়ন ডলারের একটি চুক্তির অনুমোদন করেছে মালয়েশিয়ার সরকার।
এর আগে, ২০১৮ সালে সমুদ্রে বিশেষ এক শব্দ ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে ব্যর্থ হয়েছিল ওশান ইনফিনিটি। তাই এবার ভিন্ন চুক্তিতে এগিয়েছে মালয়েশিয়ার সরকার।
/এআই
Leave a reply