স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে ঘুরতে এসে পানিতে ডুবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাহাড়ঘেঁষা ভোগাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাজিত (১৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এদের মধ্যে মিহান ময়মনসিংহের হালুয়াঘাটের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে ও সাজিত ময়মনসিংহ সদরের ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে।
নিহতদের স্বজনরা জানান, পারিবারিকভাবে সাজিত-মিহানসহ ১৮ জন পানিহাতা পাহাড়ে বেড়াতে আসেন। আজ শনিবার দুপুরে ভোগাই নদীতে তারা দুইজন গোসল করতে যায়। একপর্যায়ে বালুচরে হাটতে গিয়ে পা পিছলে সাজিত তলিয়ে যেতে থাকে। এ সময় সাজিতকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে দুইজনই নদীতে তলিয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল চারটার দিকে নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে ডুবুরিরা। একপর্যায়ে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
/আরএইচ
Leave a reply