স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শামসুন নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুন নাহারের চাচা মো. নইমুদ্দিন ফকির। একই ঘটনায় নিহতের ছেলে মো. সানোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের চাচা মো. নইমুদ্দিন ফকির বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক শামসুন নাহারকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে।
এর আগে, শনিবার সকালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভাংনাহাটি গ্রামের আবুল হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দ্গ্ধ হলে তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুন নাহার মারা গেছেন বলে শুনেছি।
/আরএইচ
Leave a reply