জাতীয় পার্টির (জাপা) বিতর্কিত মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার বদলে নতুন মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে।
আজ সোমবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙ্গা বর্তমানে জাপার প্রেসিডিয়াম সদস্য। দলীয় গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক চেয়ারম্যানের নেয়া সিদ্ধান্তে জানানো হয়, প্রেসিডিয়ামের দায়িত্ব পালনের পাশাপাশি রাঙ্গা মহাসচিবের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
একাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে বর্তমানে লাপাত্তা থাকার অভিযোগ উঠেছে রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। সর্বশেষ গতকাল রোববার নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ের সময় ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়।
Leave a reply