জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহত হয়েছেন চার নারী ও নয় বছর বয়সী এক শিশু। দেশটির ম্যাগডেবুর্গ শহরে সাধারণ মানুষকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার একদিন পর তালেব আল আবদুল মোহসেন নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ম্যাগডের্বুর্গ শহরের স্থানীয় আদালতে হাজির করা হয়। যিনি একজন সৌদি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
২০০৬ সালে জার্মানিতে একজন চিকিৎসক হিসেবে বসবাস শুরু করেছিলেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি দিয়ে জনাকীর্ণ ওই ক্রিসমাস মার্কেটে হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি।
ম্যাগডেবুর্গ শহরের পুলিশ জানিয়েছে, বিস্তারিত জানতে তারা এখনও তদন্ত অব্যাহত রেখেছে। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করেছে তারা।
/এআই
Leave a reply