গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় এম এন্ড ইউ ট্রিমস লিমিটেড নামে ওই বোতাম তৈরির কারখানায় আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
/আরএইচ
Leave a reply