তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ৫ বছরের জন্য চার শতাংশ সুদে এই ধার চাওয়া হয়েছে। এই টাকা পেলে ব্যাংকটির তারল্য পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জনতা ব্যাংকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনা কয়া হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে, কিছুদিন আগে দুর্বল ব্যাংকের তালিকায় থাকা পদ্মা ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক হাজার ৩০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল। গত নভেম্বরে সংকটে থাকা ছয়টি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, ঋণ বিতরণে অনিয়মের কারণে নানা সমস্যায় ডুবে রয়েছে জনতা ব্যাংক। গত সেপ্টেম্বরে ব্যাংকটির মূলধন ঘাটতি বেড়ে ৩৪ হাজার কোটি টাকায় দাড়িয়েছে। শীর্ষ ১০টি শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির ৫৫ শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এদিকে, প্রভাবশালী গ্রাহকরা সময়মতো টাকা ফেরত না দেয়ায় তারল্য সংকট বাড়ছে।
/আরএইচ
Leave a reply