গাইবান্ধায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু 

|

গাইবান্ধা করেসপনডেন্ট : 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে আয়াত মিয়া নামে এক ১৪ মাসের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশু আয়াত মিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা কাপড় ধোঁয়ার জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে মাথা ঢুকিয়ে পানিতে পড়ে যায় শিশু আয়াত।

কিছুক্ষণ পর শিশুটিকে বালতির পানিতে ভাসতে দেখেন তার মা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ জানান, বালতিতে রাখা পানিতে পড়ে আয়াত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাচ্চাদের প্রতি খেয়াল রাখলে এ ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply