সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত: সারজিস

|

পঞ্চগড় প্রতিনিধি:

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়কদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন সারজিস।

সারজিস বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ কোন দুর্ঘটনা না। আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও সরকারের প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসগুলো পুড়ে ছাই হয়েছে। যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে তারা সরকারের প্রতিনিধি হয়ে হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে বিচারের তদন্ত করায়, তখনি পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি গণঅভ্যুত্থানের পরে আমাদের ও অন্তর্বর্তী সরকারের যে বিপ্লবী ভূমিকা থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত সেটি হতে পারিনি। আমরা আসলে বেশি ভালো সাজতে গিয়েছি। সুশীল হতে গিয়েছি, সুযোগ দিতে গিয়েছি। কিন্তু যাদের রক্তে দালালি, যাদের রক্তে দাসত্ব। যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আপনি যত সুযোগ দেন কোনো লাভ নেই।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের এ ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply